Site icon Jamuna Television

১ জুলাই থেকে শুরু ঈদের অগ্রিম টিকিট বিক্রি: রেলমন্ত্রী

ছবি: সংগৃহীত

১০ জুলাইকে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। ১ জুলাই থেকে একযোগে কাউন্টার ও অনলাইনে সকাল ৮টা থেকে শুরু হবে টিকিট বিক্রি।

বুধবার (২২ জুন) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। তিনি বলেন, ৫ জুলাইয়ের টিকিট ১ জুলাই বিক্রি হবে। পর্যায়ক্রমে ৫ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি চলবে। টিকিট ক্রয়ের ক্ষেত্রে যাত্রীরা এনআইডি বা জন্মসনদের ফটোকপি কাউন্টারে প্রদর্শন করে টিকিট ক্রয় করতে পারবেন। অ্যাপ ও ওয়েবসাইটে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টায়। কাউন্টারে বিক্রি হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি টিকিট বিক্রি কেন্দ্রে নারী ও প্রতিবন্ধিদের জন্য একটি করে কাউন্টার থাকবে।

মন্ত্রী আরও বলেন, একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন। অগ্রিম টিকিট ফেরত নেয়া হবে না। ঈদ স্পেশাল ট্রেনের কোনো টিকিট অনলাইনে পাওয়া যাবে না। এটি কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে।

এর আগে, রেল সেবা অ্যাপের উদ্বোধন করে মন্ত্রী বলেন, অনলাইনে টিকিটের ভোগান্তি কমাতে এবার চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন: শাহজালালে লাগেজ বিড়ম্বনা, বিমান থেকে নামিয়ে ছুঁড়ে ফেলা হয় বেল্ট এরিয়ায়

/এম ই

Exit mobile version