Site icon Jamuna Television

অভিমানে কবজি কেটে পাকিস্তানি পেসার শোয়েবের আত্মহত্যার চেষ্টা

প্রতীকী ছবি।

কোচের ওপর অভিমান করে হাতের কবজি কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন পাকিস্তানের তরুণ পেসার শোয়েব। খবরটি প্রকাশ করেছে ডেইলি টাইমস’সহ পাকিস্তানের বেশ কিছু গণমাধ্যম।

বুধবার (২২ জুন) সিন্ধ প্রদেশের হায়দ্রাবাদ শহরের কাসিমাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনার পর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।

শোয়েবের পরিবার সূত্রে জানা গেছে, পিসিবির তত্ত্বাবধানে হায়দ্রাবাদের নিয়াজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি টুর্নামেন্ট। সেখানে খেলার কথা ছিল শোয়েবের। কিন্তু তাকে দলে রাখেননি সেখানকার কোচ। সেই অভিমান থেকেই আত্মহত্যার চেষ্টা করেন শোয়েব।

/এম ই

Exit mobile version