Site icon Jamuna Television

১ থেকে ১০ জুলাই রাত দশটা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে ১ থেকে ১০ জুলাই পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার (২২ জুন) দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে আগামী ১ জুলাই থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১০ জুলাইয়ের পর থেকে রাত ৮টায় দোকানপাট, বিপণিবিতান বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে গত ১৯ জুন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এবং ২০ জুন থেকে কার্যকর করা হয়।

ইউএইচ/

Exit mobile version