Site icon Jamuna Television

টাঙ্গাইলে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড

আটককৃত ভুয়া ডাক্তার মো. সাইদুর রহমান।

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইল পৌর এলাকার ডিসট্রিক্ট গেটস্থ দয়াল ক্লিনিক ও হসপিটালের ৩য় তলা থেকে মো. সাইদুর রহমান নামের এক ভুয়া কানের ডাক্তারকে আটক করেছে র‍্যাব -১২।

বুধবার (২২ জুন) দুপুরে সিনিয়র সহকারী কমিশনার রেজা মো. গোলাম মাসুম প্রধান পরিচালিত মোবাইল কোর্ট তাকে আটক করে।

তিনি বলেন, দুপুরে র‍্যাবের একটি টিম অভিযান চালায় ভুয়া সনদধারী ওই ডাক্তারের চেম্বারে। তাকে আটক করার পর সে আমাদের কাছে স্বীকার করে যে, সে কোনো কানের ডাক্তার না। সে টাঙ্গাইলের নাগরপুর যধুনাথ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে, এছাড়া তার আর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। সে দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিল। সে ডাক্তার না হয়েও তার নামের শুরুতে অবৈধভাবে ডা.পদবিও ব্যবহার করেছে। তাই তার চেম্বারের সব মালামাল জব্দ ও তাকে ৩মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version