Site icon Jamuna Television

পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রীর অনন্য সৃষ্টি: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ফাইল ছবি।

জয়পুরহাট প্রতিনিধি:

পদ্মা সেতু আমাদের সাহসের প্রতীক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য সৃষ্টি। তার সাহসেই এ ধরনের সেতু তৈরি করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বুধবার (২২ জুন) দুপুরে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল মাঠে শহীদ পুলিশ সুপার মুক্তিযোদ্ধা নজমুল হক পুলিশ লাইন্স হাইস্কুলের নামকরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, একমাত্র তার পক্ষেই সব কিছু সম্ভব। শেখ হাসিনার হাজারো উদ্যোগের মাঝে এই সেতু অনন্তকাল আওয়ামী লীগের উন্নয়নের নজির হয়ে থাকবে। মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের ভাগ্য এতো ভাল যে, একজন মুক্তিযোদ্ধার নামের স্কুলে তোমরা পড়তে পারছো।

এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি আঃ বাতেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। পরে সার্কিট হাউস মাঠে জেলা পুলিশ আয়োজিত সন্ত্রাস, জঙ্গি ও মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এটিএম/

Exit mobile version