Site icon Jamuna Television

বন্যাদুর্গত এলাকায় বিভিন্ন কারণে ৪২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদফতর

দেশের বন্যা পরিস্থিতি।

দেশে বন্যাজনিত বিভিন্ন কারণে এখন পর্যন্ত মারা গেছে ৪২ জন। ডায়রিয়া, সাপের কামড়, বন্যার পানিতে ডুবে যাওয়াসহ বিভিন্ন কারণে মৃত্যু হয়েছে তাদের।

বুধবার (২২ জুন) বিকেলে সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়। এর আগে মঙ্গলবার পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা ছিল ৩৬।

বন্যার কারণে এসব এলাকায় পানিবহিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে দিন দিন। মঙ্গলবার পর্যন্ত বন্যার কারণে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৯৩৪ জন। কবে বুধবার তা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪০৩ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু এবং ৪৮১ জন আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

এসজেড/

Exit mobile version