Site icon Jamuna Television

আদালত থেকে কারাগারে সু চির বিচার প্রক্রিয়া, কোনো ব্যাখ্যা দেয়নি জান্তা

মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। (ফাইল ছবি)

কোনো প্রকার ব্যাখ্যা ছাড়াই মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির বিচার প্রক্রিয়া রাজধানী নেইপিদোর বিশেষ আদালত থেকে কারাগারে স্থানান্তর করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার। খবর রয়টার্সের।

বুধবার (২২ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে সু চির মামলা সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে রয়টার্স।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি রয়টার্সকে জানান, বুধবার বিচারক বলেন- এখন থেকে নতুন আদালত ভবনে (সু চির) বিচার কার্যক্রম চলবে। তবে আমরা জানতে পেরেছি যে নতুন ভবন বলতে নেইপিদোর কারাগারকেই বুঝিয়েছেন আদালত। তবে বিচার কার্যক্রম কারাগারে চালালেও সু চিকে আপাতত কারাগারে থাকতে হচ্ছে না বলেও জানিয়েছে সূত্র।

এর আগে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের তৎকালীন সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে সংঘটিত আকস্মিক এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও বন্দি হন সু চি। বন্দি হওয়ার পর অজ্ঞাত স্থানে রাখা হয় সু চিকে। ইতোমধ্যে সু চির বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত অন্তত ২০টি মামলা দায়ের করেছে জান্তা সরকার। নেইপিদোর বিশেষ আদালতে সেসব মামলার বিচার চলছে। জানা গেছে, এসব মামলায় দোষী সাব্যস্ত হলে অন্তত ১৫০ বছর কারাভোগ করতে হবে সু চিকে।

আরও বিস্তারিত জানতে সামরিক সরকারের একাধিক মুখপাত্রের সাথে রয়টার্স যোগাযোগ করলেও কেউই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

/এসএইচ

Exit mobile version