Site icon Jamuna Television

‘বন্দুকযুুদ্ধে’ নিহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের উদ্বেগ 

মাদক বিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন উদ্বেগ প্রকাশ করেছে। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানায় এই্ সংগঠনটি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ মে ২০১৮ তারিখে গণমাধ্যমে প্রকাশিত হয় যে, মাদকবিরোধী অভিযানে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মাদক ব্যবসায়ীদের ‘বন্দুকুযুদ্ধ’ হয় এবং এতে ৯ জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন ও আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন আহত হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন যেকোন বিচার বহির্ভূত হত্যাকে সমর্থন করে না এবং উক্ত ঘটনায় কমিশন উদ্বেগ প্রকাশ করছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মাদক মরণ নেশা এবং জাতীয় শত্রু। জাতিকে সুন্দর ভবিষ্যত প্রজন্ম উপহার দেয়ার জন্য দেশকে মাদকমুক্ত করার কোন বিকল্প নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মানবাধিকার ও দেশের প্রচলিত আ্ইনের প্রতি লক্ষ্য রেখে  এ অভিযান পরিচালনা করতে হবে । এ অভিযানে নিরপরাধ কেউ যেনো ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।

Exit mobile version