Site icon Jamuna Television

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে তরুণ মজুমদার

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার পিজি সরকারি হাসপাতালে আইসিইউ বেডে এখন চিকিৎসাধীন প্রখ্যাত পরিচালক তরুণ মজুমদার। যকৃতের জটিলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

১৯৩১ সালের ৮ জানুয়ারি বাংলাদেশের বগুড়া জেলায় জন্ম তরুণ মজুমদারের। ৬০ থেকে ৮০’র দশকে বাংলা চলচ্চিত্র অঙ্গনে বেশ কিছু আলোচিত সিনেমা নির্মাণ করে পরিচিতি পেয়েছিলেন তিনি। তার পরিচালিত প্রথম সিনেমা উত্তম-সুচিত্রা অভিনীত ‘চাওয়া পাওয়া’। এ পর্যন্ত ৩৬টি সিনেমা নির্মাণ করেছেন তিনি।

চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, সাতবার বিএফজেএ পুরস্কারসহ পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তরুণ মজুমদার। এছাড়া ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রীতেও ভূষিত হয়েছেন গুণী এ চলচ্চিত্র নির্মাতা।

/এসএইচ

Exit mobile version