Site icon Jamuna Television

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নিহত 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ শাহ (৪০) নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

বুধবার (২২ জুন) রাতে বালুখালী মধুর ছড়া এলাকার ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ শাহ বালুখালী মধুর ছড়া এলাকায় ১৭ নং ক্যাম্পে বসবাস করতেন। তিনি ওই ক্যাম্পের মৃত আব্দুল আলীর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকে রাত সাড়ে আটটার দিকে একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে আহত অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে রাত সাড়ে ৯টার দিকে সে মারা যায়। ঘটনার পরপরই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পুলিশ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এপিবিএন পুলিশের সহায়তায় ক্যাম্পে অভিযান চালাচ্ছে।

নিহতের স্ত্রী সাজেদা বেগম জানান, বাড়িতে নেটওয়ার্ক না থাকার কারণে মোবাইলে কথা বলতে বাড়ি থেকে বের হয়ে পাশের দোকানে যান। এ সময় হঠাৎ কিছু অপরিচিত লোক এসে গুলি করে পালিয়ে যায়।

উল্লেখ্য, চলতি মাসে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে একজন মাঝিসহ তিন রোহিঙ্গা খুন হয়েছেন।

ইউএইচ/

Exit mobile version