Site icon Jamuna Television

বৃষ্টি কমেছে, আসামে বন্যা পরিস্থিতির উন্নতি

আসামে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বৃষ্টিপাত বন্ধ হওয়ায় পানি নামতে শুরু করেছে কিছু এলাকায়।

গতকাল (২২ জুন) বুধবার মৃত্যু হয়েছে আরও ১২ জনের। এই নিয়ে বন্যা ও ভূমিধসে রাজ্যটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০১-এ। নিখোঁজ রয়েছেন কমপক্ষে ৩৫ জন। এখনও ঝুঁকিতে বারাক সংলগ্ন এলাকাগুলো। খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে বন্যা কবলিতরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বেশিরভাগ অঞ্চলে।

এই মুহূর্তে তলিয়ে আছে রাজ্যের ২৯টি জেলা। পানিবন্দি ৫১ লাখের বেশি মানুষ। আশ্রয়কেন্দ্রগুলোয় ঠাঁই নিয়েছে ২৭ লাখ। ৩টি জেলা থেকে পুরোপুরি সরে গেছে পানি। ২৪ ঘণ্টায় বাড়ি ফিরেছে প্রায় ৪ লাখ মানুষ।

মেঘালয় ও অরুনাচলেও উন্নতি হয়েছে পরিস্থিতির। চলমান বন্যায় এ দুই রাজ্যে মারা গেছে ৩৮ জন।

/এমএন

Exit mobile version