Site icon Jamuna Television

খালাস পেলো ১৫ বছর কনডেম সেলে থাকা দুই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

ফাইল ছবি

১৫ বছর কনডেম সেলে থাকার পর আপিল বিভাগ থেকে খালাসের নির্দেশ পেলেন রাজশাহীর গোদাগাড়িতে মা-মেয়ে হত্যা মামলার আসামি ইসমাইল ও সোনাদি।

বৃহস্পতিবার (২৩ জুন) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ রায় দেন। খালাসপ্রাপ্তদের দ্রুত কনডেম সেল থেকে বের করার নির্দেশ দেয়া হয়েছে। রায়ে সাজা কমিয়ে যাবজ্জীবন দেয়া হয়েছে মামলার আরেক আসামি তরিকুল ইসলামকে।

এর আগে, ২০০৬ সালে ১০ অক্টোবর রাজশাহীর গোদাগাড়িতে খুন হন মিলিয়ারা খাতুন ও তার কন্যা পারভীন। এ ঘটনায় করা মামলায় ২০০৮ সালে ইসমাইল, সোনাদি ও তরিকুলকে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। পরবর্তীতে হাইকোর্ট সে রায় বহাল রাখে। হাইকোর্টের সে রায় বাতিল করে মৃত্যদণ্ড থেকে দুজনকে খালাস ও একজনকে যাবজ্জীবনের রায় দিলো আপিল বিভাগ।

/এসএইচ

Exit mobile version