Site icon Jamuna Television

গণকমিশনের অভিযোগ: ১১৬ আলেমের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়নি দুদক

ফাইল ছবি।

আর্থিক অনিয়মের অভিযোগ করে শতাধিক আলেমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে দেয়া ঘাতক দালাল নির্মূল কমিটির শ্বেতপত্রের কোনো অনুসন্ধান করছে না দুদক। এ সম্পর্কিত সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে সংবাদ সম্মেলনে দুদক জনায়, সম্প্রতি গণকমিশন প্রায় আড়াই হাজার পাতার একটি শ্বেতপত্র দুদকে দাখিল করে। এটি পরীক্ষা করতে একটি কমিটি হয়। কিন্তু আলেমদের আর্থিক লেনদেনের বিষয়টি অনুসন্ধানের কোনো দায়িত্ব কমিটিকে দেয়া হয়নি। এমনকি অনুসন্ধানের কোনো সিদ্ধান্তও নেয়নি কমিশন। তবে শ্বেতপত্রের নিরীক্ষা শেষে বিস্তারিত জানাবে দুদক।

গেলো ১১ এপ্রিল আর্থিক অনিয়মের অভিযোগ করে মাওলানা মামুনুল হকসহ ১১৬ জনের তালিকা দুদকের কাছে জমা দেয় মৌলবাদী ও সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গঠিত গণকমিশন। এছাড়া ১ হাজার মাদ্রাসার তালিকাও তারা জমা দেয়।

/এমএন

Exit mobile version