Site icon Jamuna Television

পঞ্চগড়ে খেলার সময় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বন্ধুদের সাথে খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে আইফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলাধীন শালবাহান ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু আইফা ওই এলাকার রনি ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু আইফা কয়েকজন শিশুর সাথে বাড়ির পাশে খেলা করছিল। খেলার এক সময় পাশে থাকা একটি পুকুরের পানিতে অসাবধানবশত পড়ে যায় সে। এ সময় এক মোটরসাইকেল আরোহী শিশুটিকে পুকুরের পানিতে পড়ে যেতে দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আরিফুল ইসলাম শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীন বন্ধু রায় পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এটিএম/

Exit mobile version