Site icon Jamuna Television

পদ্মা সেতুর উদ্বোধন; বন্ধ থাকবে বুয়েটের ক্লাস

আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান শিক্ষার্থীদের দেখার সুযোগ করে দিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বুয়েটের ক্লাস বন্ধের নোটিশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানাে যাচ্ছে যে, আগামী ২৫ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানটি শিক্ষার্থীদেরকে দেখার সুযােগ করে দেয়ার জন্য ঐ দিন অত্র বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ বন্ধ থাকবে।

প্রসঙ্গত, আগামী ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর। এরই মধ্যে আয়োজনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

/এসএইচ

Exit mobile version