Site icon Jamuna Television

রাশিয়াকে নিষেধাজ্ঞা না দেয়ায় ইসরায়েলের ওপর ক্ষুব্ধ জেলেনেস্কি

রাশিয়ার ওপর কোনো নিষেধজ্ঞা না দেয়ায় ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এছাড়াও রাশিয়ার তাদের নরম মনোভাবেরও সমালোচনা করেন তিনি।

এএফপির খবর বলছে, বৃহস্পতিবার (২৩ জুন) জেরুজালেমের একটি বিশ্ববিদ্যালয়ের আয়োজিত আলোচনায় ভিডিও মাধ্যমে অংশ নিয়ে এ নিয়ে কথা বলেন জেলনস্কি। তিনি প্রশ্ন করেন, যারা রাশিয়ার আগ্রাসনের শিকার, ইসরায়েল কীভাবে তাদের সামরিক সাহায্য দিতে অস্বীকৃতি জানায়?

জেলেনস্কি বলেন, আমাকে প্রায়ই জিজ্ঞেস করা হয়, ইসরায়েল আমাদের কীভাবে সাহায্য করছে, কিন্তু আমি জানি না এই প্রশ্নের কী উত্তর দেব। তবে তিনি ইসরায়েলের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, তাদের মানসিক সমর্থনের জন্য কৃতজ্ঞ, কিন্তু আমরা চাই সরকারেরও সমর্থন পেতে।

এসময় জেলেনস্কি ইউক্রেন এবং ইসরায়েলের ঐতিহাসিক বন্ধনের কথাও মনে করিয়ে দেন। বলেন, আমরা যেমন ঘনিষ্ঠ, আমাদের বোঝাপড়ার স্তরও তেমনই হওয়া উচিত।

প্রসঙ্গত, ইসরায়েলে জেলেনস্কির পরিবারের সদস্যরা রয়েছে, বেশ কয়েকবার সেখানে ভ্রমণও করেছেন তিনি।

এটিএম/

Exit mobile version