Site icon Jamuna Television

ব্রাজিল তরুণীর পরিচালিত ‘মেসি আর্মি’কে ফলো করেন স্বয়ং মেসি

ব্রাজিলেও আছে মেসির সমর্থক। ছবি: সংগৃহীত

সারা বিশ্বেই রয়েছে লিওনেল মেসির অসংখ্য সমর্থক। এমনকি ব্রাজিলেও রয়েছে আর্জেন্টাইন এ জাদুকরের অসংখ্য সমর্থক। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে প্রায় ৩৪১ মিলিয়ন ফলোয়ার আছে মেসির। সেই মেসিই কিনা ফলো করেন ২৯৫ জন ফলোয়ারের একটি পেইজ।

মূলত, মেসি ম্যানিয়াকস নামক ১টি ইনস্টাগ্রাম প্রোফাইলকে ২০১৪ সাল থেকে ফলো করেন এই সুপারস্টার। যেটি পরিচালনা করেন ২৪ বছর বয়সী ব্রাজিলিয়ান তরুণী ফ্রান সুজা। শুধু তাই নয় ব্রাজিলিয়ান মেসি ভক্তদের নিয়ে ‘মেসি আর্মি’ গঠন করেছেন সুজা।

আরও পড়ুন: ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও চার ধাপ পেছালো বাংলাদেশ, শীর্ষে ব্রাজিল

এর আগে, ২০১৫ সালে চিলির কাছে হারের পর মেসিকে সাহস যুগিয়ে একটি ভিডিও প্রকাশ করে মেসি ম্যানিয়াকস। যেখানে সবাইকে ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেছিলেন খোদ মেসি।

জেডআই/

Exit mobile version