Site icon Jamuna Television

মার্কিন রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ভেনিজুয়েলা

ভেনেজুয়েলায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও তার সহযোগীকে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নির্বাচিত সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগে এ নির্দেশ দেয়া হয় তাদের বিরুদ্ধে।

ভেনেজুয়েলার সবশেষ প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির ওপর মার্কিন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এলো এমন ঘোষণা। সরকারের পক্ষ থকে বলা হয়, সিআইএ’র মদদে সেনাবাহিনীর একটি পক্ষকে নিকোলাস মাদুরোর বিপক্ষে উস্কে দেয়ার চেষ্টা করছিলেন মার্কিন শার্জ দ্য অ্যাফেয়ার্স টড রবিনসন। আরেক জেষ্ঠ্য কূটনীতিক ব্রায়ান নারানজো তাকে সহায়তা করছিলেন বলেও দাবি করে কারাকাস। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। গেলো সোমবার দ্বিতীয় দফায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে জয় পান মাদুরো। এরপর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে বৈরিতা আবারও সামনে আসে দেশটির।

Exit mobile version