Site icon Jamuna Television

বগুড়ায় ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৫

বগুড়া ব্যুরো

বগুড়ার শাজাহানপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন। বুধবার বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রাম এলাকায় পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান এই ৫ যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন ।

হাইওয়ে পুলিশ জানায়,সকাল ১০টার দিকে মহাসড়ক ধরে নন্দীগ্রাম যাচ্ছিলো একটি যাত্রীবাহী হিউম্যান হলার (ল্যাগুনা)। বাহনটি বীরগ্রাম কৃষি কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ২ যাত্রী প্রাণ হারান। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে প্রাণ যায় আরও ৩ জনের। নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার আরিফুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলার মোখলেসুর রহমান ও রমজান আলী, শাহজাহানপুর উপজেলার আনোয়ার হোসেন এবং শেরপুর উপজেলার ফারুক হোসেন।

আহতরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন।

Exit mobile version