Site icon Jamuna Television

পিছিয়ে যেতে পারে ট্রাম্প-কিম বৈঠক

পিছিয়ে যেতে পারে ঐতিহাসিক ট্রাম্প-কিম বৈঠক। এমনকি যুক্তরাষ্ট্রের বেঁধে দেয়া শর্ত পূরণে ব্যর্থ হলে বৈঠকটি ভেস্তেও যেতে পারে।

মঙ্গলবার হোয়াইট হাউজে দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট মুন জে-ইনের সাথে সাক্ষাতের পর খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ শঙ্কার কথা জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অন্যতম শর্ত উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ।

অবশ্য পরে সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, সিঙ্গাপুরে নির্ধারিত তারিখ ১২ জুনেই বৈঠকটি আয়োজনের চেষ্টা চলছে। উত্তর কোরিয়ার পুঙ্গিয়ে-রি পারমাণবিক কেন্দ্রটি ভেঙে ফেলার কাজ শুরু হওয়ার কথা ছিল আজ। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেটি পিছিয়ে যেতে পারে।

Exit mobile version