Site icon Jamuna Television

বাবার কবরেই চিরনিদ্রায় শায়িত হলেন তাজিন

রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অভিনেত্রী তাজিন আহমেদের জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার বাদ জোহর বৃষ্টির মধ্যে অনুষ্ঠিত জানাজায় বিনোদনজগতে তার সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এখান থেকে তাজিন আহমেদের লাশ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে। সেখানে দুপুর ২টা ৫০ মিনিটে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরে তাকে দাফন করা হয়। এর আগে সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘর থেকে অ্যাম্বুলেন্সে করে তাজিনের মরদেহ গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।

সেখানে বন্দি মা দিলারা জলিকে তাজিনের লাশ দেখানো হয়। এ সময় মেয়ের লাশ দেখে তিনি কেঁদে ফেলেন।

কিছু সময় পর তাজিনের মরদেহবাহী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা দেয়। পরে সকাল সাড়ে ১০টায় উত্তরার আনন্দবাড়ি শুটিং স্পটে তার লাশ রাখা হয়।

সেখানে তাজিনের সহকর্মী ও বিনোদন জগতের অনেকেই তাকে শেষবারের মতো দেখতে আসেন। দুপুর ১২টা পর্যন্ত সেখানে লাশ রাখার পর জানাজার জন্য গুলশানে নিয়ে আসা হয়।

Exit mobile version