Site icon Jamuna Television

পদ্মাসেতু উদ্বোধনের দিনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যা জানালো ট্যুরিস্ট পুলিশ

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশ। পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে দেশ-বিদেশের যেসব পর্যটক ও দর্শনার্থী এখানে আসবেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে ট্যুরিস্ট পুলিশ। আগামী ২৫ জুন পদ্মা সেতু খুলে দেওয়া উপলক্ষ্যে মুন্সীগঞ্জে শোভাযাত্রায় ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া এসব কথা জানান।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে শিমুলিয়া ঘাটে ট্যুরিস্ট পুলিশ, মুন্সীগঞ্জের পদ্মা সেতু জোন এ শোভাযাত্রার আয়োজন করেছে। শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। এসময় তিনি বলেন, পদ্মা সেতু এলাকায় চারটি ট্যুরিস্ট পয়েন্ট আছে। এসব পয়েন্টে ট্যুরিস্ট পুলিশের কাছে গাইডলাইন, চিকিৎসাসেবা ও নিরাপত্তা পাবেন দর্শনার্থীরা।

অতিরিক্ত আইজিপি জানান, দর্শনার্থীদের কথা মাথায় রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। একইসঙ্গে দর্শনার্থীরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে জন্যও তারা কাজ করবেন বলে জানান তিনি।

এছাড়াও শোভাযাত্রা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি আবু সুফিয়ান, সঞ্জয় কুমার কুন্ডু, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোমেনা আক্তার ও ট্যুরিস্ট পুলিশের মুন্সীগঞ্জ পদ্মা সেতু জোনের ইনচার্জ শাহাদাৎ হোসেন।

/এডব্লিউ

Exit mobile version