Site icon Jamuna Television

আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৮

ছবি: সংগৃহীত

আসামে বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু বৃহস্পতিবারও ৭ জনের মৃত্যুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১০৮ জনে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এখনো নিখোঁজ কমপক্ষে ৩৫ জন; ভোগান্তিতে ৪৫ লাখের বেশি মানুষ। পানি কমতে শুরু করায় প্রায় ছয় লাখ বাসিন্দা ফিরেছেন বাড়িঘরে। বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যের ৩০টি জেলা।

মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আশ্বস্ত করেছেন, গুয়াহাটি থেকে এক লাখ সুপেয় পানির বোতল পাঠানো হচ্ছে শিলচরে। ত্রাণ সরবরাহে সহযোগিতা করছে ভারতীয় বিমান বাহিনী। কয়েকদিন ধরে শহরটির হাজারো বাসিন্দা পানিবন্দি; নেই বিদ্যুৎ সংযোগ।

এদিকে, মেঘালয় ও অরুনাচলেও উন্নতি হয়েছে পরিস্থিতির। চলমান বন্যায় দুই রাজ্যে মারা গেছেন ৩৮ জন।

ইউএইচ/

Exit mobile version