Site icon Jamuna Television

ভারতে গত চার মাসের মধ্যে সর্বোচ্চ করোনা শনাক্ত

ফাইল ছবি

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আবারও ১৩ হাজার ছাড়িয়ে গেছে। গত চার মাসের মধ্যে বৃহস্পতিবারই সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া এক বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩১৩ জনের করোনা আক্রান্তের কথা জানানো হয়। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, ভারতে বর্তমানে ৮৩ হাজার ৯৯০ জন করোনা রোগী রয়েছেন। করোনা বাড়তে থাকায় সংক্রমণের দিকে নজর রেখেই সম্ভবত গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় তিন লাখ ১০ হাজার ৬২৩ জনের করোনা পরীক্ষা করানো হয়েছিল। বৃহস্পতিবারের হিসাব বলছে, গত একদিনে ভারতে ৬ লাখ ৫৬ হাজার ৪১০ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version