Site icon Jamuna Television

মোবাইল ফোনের জন্য হত্যা, ৪ জনের যাবজ্জীবন

কামাল হোসাইন,নেত্রকোণা

নেত্রকোণার কেন্দুয়ার রুবেল মিয়াকে হত্যার দায়ে বুধবার দুপুরে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা এর আদালত। সেইসাথে প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আর‌ও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কেন্দুয়া উপজেলার উলোহাটী গ্রামের স্বপন, জুয়েল, রাজধর ও এরশাদ মিয়া।

জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি সাইফুল আলম প্রদীপ জানান, আসামিরা একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ৬ আগষ্ট রুবেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংস ভাবে হত্যা করে উলোহাটি গ্রামের চাঁন মিয়ার বীজ তলায় ফেলে রাখে। পরবর্তীতে রুবেলের লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার তিনদিন পর ৯ আগষ্ট রুবেলের পিতা হাসিম উদ্দীন বাদি হয়ে স্বপনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের আসামী করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামি জুয়েলের স্বীকারক্তি মূলক জবানবন্দিতে ২০১৬ সালের ১৪ ই জানুয়ারী ৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে। আদালত ৯ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করেন।

Exit mobile version