Site icon Jamuna Television

কোটি কোটি ডলারের ক্ষতির মুখে ইলন মাস্কের টেসলা

ছবি: সংগৃহীত

এবার কোটি কোটি ডলারের ক্ষতির মুখে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবার (২৩ জুন) এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইলন মাস্ক। খবর বিবিসির।

মাস্ক জানান, জার্মানি ও যুক্তরাষ্ট্রে টেসলার নতুন কারখানা থেকে গুণতে হচ্ছে বিপুল পরিমাণ এ লোকসান। কারখানাগুলোতে
সক্ষমতার তুলনায় বাড়েনি উৎপাদন। এর কারণ হিসেবে ব্যাটারি স্বল্পতা ও চীনের পণ্য সরবরাহে বাধাকে দায়ী করেছেন মাস্ক।

তিনি বলেন, চলতি বছর করোনা সংক্রমণ বাড়ায় চীনের বিভিন্ন শহরে কঠোর লকডাউন দেয়া হয়। এসময় দেশটিতে থাকা টেসলার বড় কারখানায় ব্যাহত হয় উৎপাদন। এদিন টেসলা থেকে কর্মী ছাঁটাইয়ের বিষয়েও ইঙ্গিত দিয়েছেন মাস্ক। এছাড়া পরিস্থিতি সামাল দিতে কারখানায় উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এটিএম/

Exit mobile version