Site icon Jamuna Television

বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, নিহত ২

রংপুরের পীরগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পুকুরে পড়ে গেলে ২ জন নিহত ও ২২ জন আহত হয়।

জানা যায়, আজ বিকেলে পীরগঞ্জের মাদারগঞ্জে বগুড়া থেকে রংপুর আসার পথে এবি ডিলাক্স নামের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাছের সাথে ধাক্কা লেগে পাশের একটি পুকুরে উলটে যায়। এসময় ঘটনাস্থলে দুই জন নিহত হন। আহতদের মধ্যে গুরুতর ৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। তবে এখনো নিহত দুই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

এদিকে প্রায় ৩ ঘন্টা ধরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ও পীরগঞ্জ হাইওয়ে পুলিশ ফাড়ি বাসটি খাদ থেকে উদ্ধার করে। এ সময় আরো মরদেহ রয়েছে কিনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তা অনুসন্ধান চালায়।

Exit mobile version