Site icon Jamuna Television

ভাড়া চাওয়ার জন্য ঘরে গিয়ে দেখেন ভাড়াটিয়ার রক্তাক্ত লাশ

গাজীপুর মহানগরের মোগরখাল এলাকা থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে মহানগরের মোগোরখাল এলাকার আফজালের ভাড়াটিয়া কলোনি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম রনি বাবু।

ভাড়া বাড়ির ম্যানেজার হেলাল জানান, সকালে ভাড়া চাওয়ার জন্য দরজায় টোকা দিলে দরজা খুলে যায় পরে ডাকাডাকি করলে সাড়াশব্দ না পেয়ে গায়ে হাত দিয়ে দেখে রক্তমাখা শরীর, পরে বাড়িওলাকে জানালে তিনি বাসন থানা পুলিশ খবর দেন।

নিহত বাবু জামালপুর জেলার মল্লিকপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে। তিনি মোগরখাল এলাকায় আফজালের ভাড়া বাড়িতে থেকে বিভিন্ন পোশাক কারখানায় সাব-কনট্রাক্ট প্যান্ট ওয়াশের কাজ করতেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ওসি মালেক খসরু খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তদন্তের পরই তা বলা যাবে।

/এডিব্লিউ

Exit mobile version