Site icon Jamuna Television

কক্সবাজারে পুকুরে নেমে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর বাজারঘাটা পুকুর থেকে মারুফুল ইসলাম মাহি নামে এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাহি কক্সবাজার সিটি কলেজের বিএম শাখার দ্বিতীয় বর্ষের ছাত্র এবং দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার আবদুল মালেকের ছেলে।

শুক্রবার (২৪ জুন) সকাল ১০টার দিকে বন্ধুদের সাথে বাজার ঘাটা নাপিতা পুকুরে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়ে যায়। এসময় খবর পেয়ে দমকল বাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। পরে সৈকতের লাইফগার্ড উদ্ধার অভিযানে যোগ দেয়। এক পর্যায়ে বিকাল ৩টার দিকে লাইফগার্ড কর্মীর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ফুটবল খেলে ৯ বন্ধু গোসল করতে নামলে এ দুর্ঘটনাটি ঘটে। কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গীয়াস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। অভিভাবকদের কোনো অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

/এডব্লিউ

Exit mobile version