Site icon Jamuna Television

তামিমের আউটের আক্ষেপ নিয়ে লাঞ্চে টাইগাররা

আলগা শটে আউট হচ্ছেন তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

সেন্ট লুসিয়া টেস্টের প্রথম সেশন ভালোভাবেই শুরু করেছিল বাংলাদেশ। তবে ক্রিজে সেট হয়ে যাওয়া ওপেনার তামিম ইকবালের আউটে সম্পূর্ণ স্বস্তি নিয়ে লাঞ্চ বিরতিতে যেতে পারেনি টাইগাররা। ২ উইকেটে ৭৭ রান নিয়ে প্রথম সেশন পার করেছে সাকিব আল হাসানের দল।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। ড্যারেন সামি স্টেডিয়ামে তামিম-জয়ের সতর্ক জুটি ভাঙে ৪১ রানে। অভিষিক্ত এন্ডারসন ফিলিপসকে ১০ রানে উইকেট দিয়ে আসেন মাহমুদুল জয়।

তবে, শুরু থেকে উইকেটের চারদিকে স্ট্রোকের ফুলঝুরি ছুটিয়ে গেছেন তামিম ইকবাল। হাফ সেঞ্চুরি যখন পেয়েই যাবেন, তখনই টাইমিংয়ে করে ফেলেন গড়বড়। ৯ চারে ৪৬ রান করে আলজারি জোসেফের শিকার হন তামিম। পরে নাজমুল হোসেন শান্তর সাথে প্রতিরোধ গড়েন ৮ বছর আগে এই সেন্ট লুসিয়ায় সবশেষ টেস্ট খেলা এনামুল হক বিজয়। ২ উইকেট ৭৭ রান করে মধ্যাহ্ন বিরতিতে যায় রাসেল ডোমিঙ্গো শিষ্যরা।

সেন্ট লুসিয়া টেস্টে বাংলাদেশ একাদশে এসেছে দুটি পরিবর্তন। অফফর্মে থাকা মুমিনুল হকের জায়গায় এসেছেন এনামুল হক বিজয়। এছাড়াও বিশ্রামে থাকা মোস্তাফিজুর রহমানের জায়গায় একাদশে এসেছেন ইনজুরি থেকে ফেরা শরীফুল ইসলাম।

/এম ই

Exit mobile version