Site icon Jamuna Television

নরওয়ের নাইট ক্লাবে বন্দুকধারীর গুলিতে নিহত ২

নরওয়ের রাজধানী অসলোতে একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন প্রায় ১০ জন। শনিবার (২৫ জুন) এমনটা জানিয়েছে নরওয়ের পুলিশ। খবর রয়টার্সের।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, শহরের কেন্দ্রে অবস্থিত একটি জনপ্রিয় গে-বার এবং নাইটক্লাব লন্ডন পাবে এ গোলাগুলির ঘটনা ঘটে। আহদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। কিন্তু হামলার উদ্দেশ্য কী তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ।

এটিএম/

Exit mobile version