Site icon Jamuna Television

বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়লেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো

দুঃসংবাদ হানা দিয়েছে আর্জেন্টিনা শিবিরে। হাঁটুর ইনজুরিতে পড়ে আসন্ন ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন আর্জেন্টিনার সেরা গোলরক্ষক সার্জিও রোমেরো। মঙ্গলবার অনুশীলনে চোট পান তিনি।

আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনের অফিসিয়াল সাইটে জানানো হয়, অনুশীলনের সময় ডান পায়ের হাটুতে চোট পাওয়া রোমেরোর সেরে উঠতে অস্ত্রপচার প্রয়োজন। ৩১ বছর বয়সী রোমেরো খেলেছেন ৯৪টি আন্তর্জাতিক ম্যাচ। আর্জেন্টিনা দলের অন্য দুই গোলরক্ষক হলেন উইলি ক্যাবালোরো ও ফ্রাঙ্কো আর্মানি। হাইতির বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগেই রোমেরো’র পরিবর্তে নতুন কাউকে অন্তর্ভুক্ত করবে হোর্হে সাম্পাওলি’র দল। গ্রুপ ডি’তে আকাশি নীলদের প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।

Exit mobile version