Site icon Jamuna Television

আইফেল টাওয়ার ফ্রান্সকে পরিচিত করায়, পদ্মা সেতুও আগামীর বাংলাদেশকে জানান দিচ্ছে: বেনজীর

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আইফেল টাওয়ার ফ্রান্সকে পরিচিত করায়। স্ট্যাচু আব লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রকে পরিচিত করায়। সানফ্রান্সিসকোর গোল্ডেন গেইট ব্রিজ মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন সময়ের শৌর্যবীর্যের জানান দেয়। তেমনি পদ্মা সেতুও আগামীর বাংলাদেশকে জানান দেওয়ার জন্য আমাদের আইকন হিসেবে ও আমাদের উদীয়মান উৎকর্ষতার প্রতীক হিসেবে সারা বিশ্বকে জানান দিচ্ছে।

আজ শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে এসে এসব মন্তব্য করেন পুলিশ মহাপরিদর্শক।

বেনজীর আহমেদ বলেন, পদ্মা সেতুর কারণে আমাদের জাতিগত আত্মবিশ্বাস বাড়বে। এটি জাতিগত ঐক্য ও দেশপ্রেমকে সুদৃঢ় করবে। আমাদের অহংকারের জায়গাগুলো আরও সুদৃঢ় হচ্ছে। আমাদের এই জাতিসত্ত্বার অহংকারের জায়গাগুলো যত বেশি সুসংহত ও সুদৃঢ় হবে তত বেশি আমাদের দেশপ্রেম ইস্পাতকঠিন হবে।

পুলিশ মহাপরিদর্শক আরও বলেন, আমাদের দেশপ্রেমের প্রথম প্রদর্শন মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে। যা শুধু দেশপ্রেমের কারণেই। দেশপ্রেমের প্রমাণ বাঙালি জাতি অনেকবারই দিয়েছে। জাতি হিসেবে আমরা একেকটা মাইলফলক অতিক্রম করছি।

জেডআই/

Exit mobile version