Site icon Jamuna Television

বাবার সাথে সম্পর্ক ছেদ করতে নাম পরিবর্তন করলেন ইলন মাস্কের মেয়ে

ইলন মাস্কের ট্রান্সজেন্ডার সন্তানকে তার নতুন লিঙ্গ অনুসারে নাম পরিবর্তন করার অনুমতি দিয়েছে আদালত। টিএমজি ওয়েবসাইটের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে আদালত কর্তৃক তার মেয়ের নতুন নাম ভিভিয়ান জেনা উইলসন।

এর আগে ইলন মাস্কের মেয়ে জেভিয়ার আলেকজান্ডার মাস্ক নামে পরিচিত ছিলেন এবং আদালতে তিনি নিজেকে মেয়ে হিসেবে শনাক্ত করেছেন। আদালতের নথিতে বলা হয়েছে, শীঘ্রই তার নামে নতুন জন্ম সনদ জারি করা হবে।

মাত্র ১৮ বছর বয়সে পা দেয়ার সাথে সাথে ইলন মাস্কের মেয়ে আদালতে এমন আবেদন করলেন। মাস্ক কন্যা তার আবেদনে জানিয়েছিলেন যে তিনি আর তার পিতার পরিচয় বহন করতে চান না। তাই তিনি নাম পরিবর্তন করতে চান। তবে স্পেসএক্স প্রধানের মালিক মাস্ক ও তার মেয়ের মধ্যেকার বিবাদের বিস্তারিত কোনো খবর পাওয়া যায়নি।

এটিএম/

Exit mobile version