Site icon Jamuna Television

৯ মামলার পলাতক আসামি পিচ্চি রাসেল আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় ৯ মামলার পলাতক আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. রাসেল ওরফে পিচ্চি রাসেল (২২) নোয়াখালী পৌরসভার মাস্টার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে একটি দেশীয় তৈরি এলজি বন্দুকসহ পিচ্চি রাসেলকে গ্রেফতার করে পুলিশ।

এসপি আরও বলেন, গ্রেফতারকৃত আসামিকে শনিবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এটিএম/

Exit mobile version