Site icon Jamuna Television

সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে কথা বললো কিশোরী (ভিডিও)

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলতে সাঁতরে মঞ্চের কাছে চলে যান কিশোরী।

শিবচরের কাঁঠালবাড়ি সমাবেশস্থলে পদ্মা সেতুর আদলে তৈরি করা জলঘেরা মঞ্চে তখন ভাষণের ইতি টানছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় মঞ্চের বেশ খানিকটা দূরে পানিতে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় এক কিশোরীকে। অনেকটা পথ সাঁতরে মঞ্চের সামনে গিয়ে থামে কিশোরী। সেখানে পানি কম থাকায় দাঁড়িয়ে পড়ে প্রধানমন্ত্রীকে কিছু একটা বলতে থাকে সে। কিশোরীকে দেখে প্রধানমন্ত্রীও এগিয়ে যান। হাত নেড়ে তাকে পাড়ে যাওয়ার ইশারা করেন। পরে কিশোরী পাড়ে দিকে এগিয়ে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তার জন্য এগিয়ে যায়।

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে কিশোরী কীভাবে মঞ্চের এতটা কাছাকাছি গেলো, কেউ কেউ এমন প্রশ্ন তুললেও বেশিরভাগ মানুষই এটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এক কিশোরীর আবেগ হিসেবেই দেখছেন। যে আবেগে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রীও।

Exit mobile version