Site icon Jamuna Television

পূর্বশত্রুতার জেরে বিধবাকে মারধর, ৯৯৯ এ ফোন করে রক্ষা

বিধবাকে মারধরের দৃশ্য।

কক্সবাজার প্রতিনিধি:

পূর্ব শত্রুতার জেরে কক্সবাজারে খাদিজা বেগম (৫২) নামে এক বিধবাকে শারীরিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জুন) দুপুরে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ধোয়া পালং এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নির্যাতনের শিকার নারী কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। খাদিজা বেগমকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে খাদিজা বেগমকে মাটিতে ফেলে মারধর করছে।

ভুক্তভোগী খাদিজা বেগম জানান, ঘটনার দিন নিজের জমিতে গেলে ওসমান গণিসহ একদল লোককে তার জমিতে কাজ করতে দেখেন তিনি। এ সময় বাধা দিলে তাকে মারধর করে অমানষিক শারিরীক নির্যাতন চালানো হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ারুল হোসেন জানান, নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। ভুক্তভোগীোক থানায় এসে মামলা দায়েরের পরামর্শ দেয়া হয়েছে। জমি-জমার সীমানা বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জানান তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক জানান, বন সংলগ্ন দখলীয় জমিতে সীমানা নিয়ে সামান্য বিরোধ ছিল। বিষয়টি উভয় পক্ষকে নিয়ে সালিশে সমাধান করার কথা থাকলেও তার আগেই এই ঘটনা ঘটে।

এসজেড/

Exit mobile version