Site icon Jamuna Television

সাতক্ষীরায় ১৯৫০ পিস ইয়াবাসহ দুই কিশোর গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরার পাটকেলঘাটায় অভিযান চালিয়ে ১৯৫০ পিস ইয়াবাসহ দুই কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। শুক্রবার (২৪ জুন) বিকেলে পাটকেলঘাটার ওভারব্রিজ সংলগ্ন নিউ কপোতাক্ষ হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার কলারোয়ার কুমার নাল গ্রামের করিম মোল্লার ছেলে ফয়সাল হোসেন (১৯), জিয়াউর রহমানের ছেলে রাসেল হোসেন (১৬)।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি সদর প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদে ভিত্তিতে পাটকেলঘাটা থানাধীন ওভারব্রিজ সংলগ্ন নিউ কপোতাক্ষ হোটেলের সামনে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ১৯৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

/এনএএস

Exit mobile version