Site icon Jamuna Television

লালমনিরহাটের কালীগঞ্জে ফেনসিডিলসহ স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক লীগের নেতা।

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আব্দুল্লাহ আল মামুন ওরফে পাপ্পু (২৬) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় একটি মোটরসাইকেলও।

শনিবার (২৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত পাপ্পু রংপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড সেনপাড়া এলাকার তমিজ উদ্দিনের ছেলে এবং রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের দফতর সম্পাদক।

পুলিশ জানায়, শুক্রবার (২৪ জুন) রাতে কালীগঞ্জ উপজেলার কাকিনা-রংপুর সড়কের সিরাজুল মার্কেটের চেকপোস্টে পাপ্পুর মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালায় পুলিশ। এ সময় মোটরসাইকেলের সিটের ভেতর থেকে ১২৪ পিস ফেনসিডিল জব্দ করা হয়। পাপ্পুকে আটকের পর থানায় নিয়ে যাওয়া হয়।

কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিকে আজ (শনিবার) আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এসজেড/

Exit mobile version