Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রকে পরমাণু অস্ত্র মহড়ার হুমকি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্রকে এবার ‘নিউক্লিয়ার শোডাউন’ এর হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বৈঠকের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়লো।

এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র প্রতিমন্ত্রী চোই সন-হুই বলেন, কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার স্বার্থে যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছে পিয়ংইয়ং। এরপরও আগ্রাসী আচরণ থেকে সরে আসেনি ওয়াশিংটন। এ অবস্থায় যুক্তরাষ্ট্র বৈঠকে অংশ নেবে, নাকি পরমাণু অস্ত্রের মহড়ার মুখোমুখি হবে- তা পুরোপুরি মার্কিন প্রশাসনের ওপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন চোই সন।

তিনি বলেন, আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্রের ভিক্ষা চাইবে না উত্তর কোরিয়া। ১২ জুন অনুষ্ঠেয় বৈঠকটি পেছানো হবে কিনা- আগামী সপ্তাহেই সে সিদ্ধান্ত জানাবেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্রের শর্ত না মানলে উত্তর কোরিয়ার সাথে আলোচনা বাতিলের হুমকি দেন তিনি।

Exit mobile version