Site icon Jamuna Television

রাঙ্গামাটিতে ইউনিফর্ম পরা অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি:

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সেগুন বাগান এলাকা থেকে গুলিবদ্ধ এক ব্যক্তির লাশ উদ্বার করেছে পুলিশ। শনিবার (২৫ জুন) সকালে ওই ব্যক্তির লাশ উদ্বার করা হয়।

রাজস্থলী থানার ওসি জাকির হোসেন লাশ উদ্ধারের খবর নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালের দিকে উগারী পাড়ার সেগুন বাগান এলাকায় ইউনিফরমপরা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ওই ব্যক্তির লাশ শনাক্ত করতে পারেননি। পুলিশ ধারণা করছে, রাতে তাকে হত্যা করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা।

২ নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুচিমং মারমা বলেন, পাড়ার এক কারবারি তাকে বলেছেন, গতকাল রাত্রে ৯/১০টার দিকে গোলাগুলি হয়েছিল। সকালে দিকে লোকজন কাজে যাওয়ার সময় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তবে স্থানীয় সূত্র থেকে জানা যায়, রাজস্থলী গাইন্দ্যা ইউনিয়নের ওগারি পাড়ায় জেএসএস সন্তু ও মগ লিবারেশন আর্মির সন্ত্রাসীদের মধ্যে ঘণ্টাব্যাপী ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে জেএসএস সন্তু লারমার দলের সামরিক কমান্ডার লে. অভিষেক ওরফে সৌরভ চাকমা ঘটনাস্থলে নিহত হয়েছেন, আহত হয়েছে আরও কয়েকজন।

/এডব্লিউ

Exit mobile version