Site icon Jamuna Television

সিলেটে বন্যার্তদের মাঝে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

সিলেটে বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। শনিবার (২৫ জুন) বিকেলে সিলেটের সদর, দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঘুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় মন্ত্রী জানান, বানভাসিদের সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই দেখানো পথে তিনিও এগিয়ে এসেছেন। ব্যক্তিগত তহবিল থেকে পাচঁ হাজার মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, স্যালাইনসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করা হয়েছে। সেই সাথে দুর্গতদের সহায়তায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন দলের নেতাকর্মীসহ সেনাসদস্যরা।

/এমএন

Exit mobile version