Site icon Jamuna Television

আবারও করোনা আক্রান্ত মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ জুন) সন্ধ্যায় মির্জা ফখরুলের করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে।

ইতোমধ্যে করোনার বুস্টার ডোজ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারিতে স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।

এদিকে, আগামীকাল রোববার (২৬ জুন) সকাল ১১টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দদের নিয়ে তার শ্রদ্ধা নিবেদন করার কথা থাকলেও সঙ্গত কারণে তা স্থগিত করা হয়েছে।

/এমএন

Exit mobile version