Site icon Jamuna Television

পদ্মা সেতুর প্রথম টোল নিলেনও একজন নারী

পদ্মা সেতুতে উঠে প্রথম টোল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই টোল গ্রহণ করেন একজন নারী কর্মী। প্রধানমন্ত্রীর এই টোল গ্রহণ করার দৃশ্যটিকে দেশে নারী অগ্রযাত্রার প্রতিচ্ছবি বলেও অনেকে উল্লেখ করেছেন।

শনিবার (২৫ জুন) ৭৫০ টাকা টোল প্রদান করে প্রথম সেতুতে ওঠেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় টোল দেয়ার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, প্রধানমন্ত্রী নিজের হাতে টোল দিচ্ছেন আর সেটি গ্রহণ করছেন এক নারী।

নানা প্রতিকূলতা পেরিয়ে দেশে আজ নারী অগ্রযাত্রা দৃশ্যমান। ক্যামেরাবন্দী হওয়া এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন অনেকেই নারী অগ্রযাত্রার প্রশংসা করছেন।

এই ছবিটি প্রমাণ করে আমাদের দেশের নারী সক্ষমতা কতটা এগিয়েছে। দেশের ঐতিহাসিক এই সেতুতে প্রথম টোল দিলেন এক নারী এবং টোল গ্রহণ করলেন এক নারী।

/এনএএস

Exit mobile version