Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পরমাণু আলোচনা শুরু করতে সম্মত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও পরমাণু বিষয়ক আলোচনা করতে সম্মত হয়েছে ইরান। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেলের তেহরান সফরকালে এ ব্যাপারে একমত হয়েছে দেশটি। খবর আল জাজিরার।

গত মার্চ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এই আলোচনা স্থগিত রয়েছে। জোসেপ বোরেলের সফরে এ ব্যাপারে একটি ইতিবাচক অগ্রগতির খবর এসেছে।

শনিবার (২৫ জুন) এ ইস্যুতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং জোসেপ বোরেলের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার পর সংবাদ সম্মেলন করেন দুই কূটনীতিক। সেখানেই তারা ২০১৫ সালের পরমাণু চুক্তি পুনরুদ্ধারের জন্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা কয়েক দিনের মধ্যে পুনরায় শুরুর ব্যাপারে একমত হওয়ার কথা জানান।

/এমএন

Exit mobile version