Site icon Jamuna Television

পদ্মা সেতু ভ্রমণে এসে যা বললেন তন্ময়

পদ্মা সেতু ভ্রমণে এসে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, যে স্বপ্ন আমাদের পূর্ব পুরুষেরা দেখেছিল তা বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলের মানুষের এর থেকে বেশি কিছু চাওয়ার নেই।

রোববার (২৬ জুন) সকালে বাগেরহাট থেকে এসে জাজিরা পয়েন্ট দিয়ে পদ্মা সেতু পাড়ি দেয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তন্ময় বলেন, আমি বাগেরহাট থেকে এসেছি। মোটামুটি দেড় ঘণ্টায় এখানে চলে আসছি। এখন দেখি আর কতক্ষণ লাগে যেতে। পদ্মা সেতু সম্পর্কে বলেন, এ আবেগের ভাষা প্রকাশ করা সম্ভব নয়। আমি নিজেই গাড়ি চালিয়ে আসছি। আমি ব্রিজে গাড়ি চালাতে চাই, দেখতে চাই।

আরও পড়ুন: পদ্মা সেতু ছাড়াও দেশের বৃহৎ কয়েকটি সেতু

প্রসঙ্গত, গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর আজ সকাল ছয়টায় মাওয়া ও জাজিরা দুই প্রান্ত থেকেই যান চলাচল শুরু হয়। মাওয়া প্রান্তে গাড়ি চলাচলের আগে থেকেই টোল প্লাজার সামনে ছিল গাড়ির বিশাল চাপ। মাধ্যরাত থেকেই এসব গাড়ি অপেক্ষমান ছিল। পণ্যবাহী ট্রাক ছাড়াও আছে ব্যক্তিগত প্রাইভেটকার, মোটরসাইকেল। ট্রাক ছাড়া বেশিরভাগ গাড়িতেই দর্শনার্থীরা পদ্মাসেতু দেখতে এসেছেন।

জেডআই/

Exit mobile version