Site icon Jamuna Television

গাইবান্ধায় বন্যা পরিস্থিতির উন্নতি, কমেনি দুর্ভোগ

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়া নদীর পানি কমে বিপৎসীমার ৩৫ থেকে ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে হঠাৎ করে কিছুটা বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি।

তিনদিন ধরে পানি কমতে থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে দুর্ভোগ কমেনি পানিবন্দি সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার ২৩টি ইউনিয়নের ৬১ হাজার মানুষের। এখনও বাড়িঘরে ফিরতে পারেনি উঁচু জায়গা ও আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া বানভাসী অনেক মানুষ।

দুর্গত অধিকাংশ এলাকাতেই দেখা দিয়েছে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট। এছাড়া গো-খাদ্যের সঙ্কটে গবাদী পশু নিয়েও বিপাকে পড়েছে বানভাসী মানুষরা। এখনও ত্রাণ সহায়তা না পাওয়ায় অনেকের দিন কাটছে দুর্বিসহ। যদিও বানভাসী মানুষের মাঝে সরকারি ও বেসকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।

জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দিন জানান, দুর্গত এলাকায় ৮০ মেট্রিক টন চাল, নগদ ৬ লাখ টাকা, শিশু খাদ্যের জন্য সাড়ে ১৫ লাখ টাকা ও গো-খাদ্যের জন্য ১৬ লাখ টাকা বিতরণের কাজ চলমান রয়েছে।

এসজেড/

Exit mobile version