Site icon Jamuna Television

আগামীর বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মের মেধা ব্যবহার করতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

নতুন প্রজন্মের মেধা অন্বেষণ করতে হবে ও আগামীর বাংলাদেশ গড়ার কাজে সেই মেধা ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২৬ জুন) সকালে ‘বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২২’ এর সেরা মেধাবীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। এ সময় সেরা মেধাবীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ্য থেকে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, উচ্চশিক্ষায় মেধাবীদের সুযোগ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে সকলের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেয়া হচ্ছে। কৃষি ও বিজ্ঞান গবেষণায় গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, গবেষণাই আগামী দিনের বাংলাদেশ গড়ার পথ দেখাবে। করোনার সংক্রমণ আবার বৃদ্ধি পেয়েছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: নারী মোটরসাইকেল চালক হিসেবে পদ্মা সেতুতে প্রথম উঠলেন লেডি বাইকার রুবা

জেডআই/

Exit mobile version