Site icon Jamuna Television

কলাবাগানের ভেতর পাওয়া গেলো ব্যবসায়ীর খণ্ডবিখণ্ড মাথা ও লাশ

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে গাবির বিল এলাকার একটি কলাবাগানের ভেতর থেকে এক কাঁচামাল ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ওই ব্যবসায়ীর কাছে থাকা ৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শরীফের মাথা কুপিয়ে তিনটি খণ্ড উপুড় করে ফেলে রাখা হয়েছিল।

রোববার (২৬ জুন) স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশকে জানালে তারা গিয়ে লাশ উদ্ধার করে। নিহত ব্যবসায়ীর নাম শরীফ শেখ (৩৫)। স্থানীয় বাজারে শরীফের কাঁচামালের ব্যবসা রয়েছে।

কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা জানান, নিহত শরীফ শনিবার রাত দশটার পর থেকে নিখোঁজ ছিলেন। রোববার সকালে স্থানীয়রা গাবির বিলের একটি কলাবাগানের মধ্যে তার লাশ দেখে পুলিশকে খবর দেয়, পরে পুলিশ লাশ উদ্ধার করে।

ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো আ. জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।

/এডব্লিউ

Exit mobile version