Site icon Jamuna Television

আলালকে বিদেশে যেতে বাধা না দেয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে বাধা না দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২৬ জুন) হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও এসএম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে আলালকে বিদেশ যাওয়ার অনুমতি না দেওয়া কেনো বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আজ আলালের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম। অ্যাডভোকেট তাজুল ইসলাম জানান, গত ১২ জুন কিডনির চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে আলালকে বাধা দেওয়া হয়। বিমানবন্দরে দীর্ঘ অপেক্ষা করেও তিনি ভারত যেতে পারেননি। এ নিয়ে তিনি গত ১৪ জুন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন।

/এডব্লিউ

Exit mobile version